বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত ইউএনওর প্রেস ব্রিফিং 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত ইউএনওর প্রেস ব্রিফিং 

মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার স্থানীয়  সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস ব্রিফিং করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান সজল। প্রেস ব্রিফিংয়ে নির্বাহী অফিসার জানান, মোল্লাহাটে এ ধাপে ৬৪টি ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হবে। 

এ উপজেলায় এর পূর্বে প্রথম পর্যায়ে ৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৭৫ টি, দ্বিতীয় ধাপ ৭০ টি, পঞ্চম পর্যায়ে ৬৪ টি সর্বমোট ৪৭৪টি ঘর বসবাস উপযোগী হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

টিএইচ